সব দলের অংশগ্রহণে নির্বাচন চান খালেদা


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৫ জুলাই ২০১৫

তত্ত্বাবধায়ক হতে হবে এমন নয়, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিয়ময়ের সময় এ দাবি জানান তিনি।

খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়কই দিতে হবে এ কথা বলবো না, তবে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্রের নেই। আইনের শাসন নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

এসময় তিনি আরো অভিযোগ করেন-জঙ্গিবাদের কথা বলে দেশের ইমেজ নষ্ট করা হচ্ছে। 

এমএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।