জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৪ জুলাই ২০১৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেনআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আপনার (খালেদা) জন্মদিন না হওয়া সত্ত্বেও ভুয়া জন্মদিনের কেক কেটে থাকেন। আমরা আশা করি, এ বছর এই গর্হিত কাজ করা থেকে আপনি বিরত থাকবেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এটা শেখ হাসিনার অর্জন।

সংগঠনের সহ-সভাপতি কেএমআর মঞ্জুর সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।