কুকুর-বিড়ালরা পেল মানুষের মতো নাগরিকত্ব!


প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৩ জুলাই ২০১৫

স্পেনের ছোট্ট শহর ত্রিগেরোস দেল ভাইয়ের ৩৩০ জন বাসিন্দা রীতিমতো ভোট দিয়ে নাগরিকত্ব প্রদান করলো কুকুর-বিড়ালকে। ফলে কুকুর-বিড়ালদের মানুষের মতোই সমান অধিকার দেওয়ার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেখানকার পৌর-প্রশাসন।

জানা গেছে, সেখানকার পৌর-প্রশাসনের সভায় সর্বসম্মতভাবে বিড়াল ও কুকুরকে ‘নন হিউম্যান রেসিডেন্টস’ আখ্যা দিয়ে তাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে।

সেখানকার পৌরসভার প্রধান পেদ্রো জে পেরেস এসপিনোসা জানান, পৌরসভার প্ল্যানিং সেশনে গত সোমবার এই বিষয়টি ঠিক করা হয়। কুকুর ও বিড়ালরা আমাদের সঙ্গেই হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেজন্যই তাদের অধিকার সুরক্ষিত করতেই এই আইন বলবৎ করা হয়েছে বলে জানান পৌরপ্রধান।

এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে এখানে এইসব প্রাণীদের মৃত্যু হতে পারে এমন কোনো কাজও করা হবে না।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।