পাকিস্তানে নিষিদ্ধ বঙ্গিস্থান
বলিউডের নতুন সিনেমা বঙ্গিস্থানের অফিসিয়াল ট্রেলার মুক্তির পর পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
এ দিকে সদ্যমুক্তি পাওয়া সুপারস্টার সালমান খান অভিনীত বজরঙ্গী ভাইজান পাকিস্তানে ভালো ব্যবসা করলেও নতুন সিনেমা বঙ্গিস্থানকে পাকিস্তান বিরোধী কনটেন্টের অভিযোগে নিষিদ্ধ করলো দেশটির সেন্সর বোর্ড।
সিনেমাটির প্রযোজক পাকিস্তান সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন এবং তিনি বিষয়টি পুনরায় বিবেচনার জন্য অনুরোধ করেছেন।
এক বিবৃতিতে সিনেমাটির প্রযোজক বলেন, শুধুমাত্র ট্রেলার দেখে পুরো সিনেমাটিকে পাকিস্তান বিরোধী কনটেন্টের অভিযোগে নিষিদ্ধ করা মোটেও যুক্তিযুক্ত নয়। পুরো বিশ্ব যখন সন্ত্রাসে আক্রান্ত তখন আমাদের সিনেমার বার্তা হচ্ছে সন্ত্রাস বিরোধী। এখানে পাকিস্তান বিরোধী কোনো কনটেন্ট ব্যবহার করা হয় নাই।
সিনেমাটি পাকিস্তান সেন্সর বোর্ডকে দেখানোর জন্য প্রযোজক ও পরিচালক পাকিস্তান সফরের জন্য ভিসার আবেদন করেছেন। তাদের সঙ্গে পাকিস্তানে যাবেন সিনেমার অভিনেতা রিতেশ দেশমুখ এবং পুলকিত।
প্রযোজক আরো বলেন, তাদের একমাত্র লক্ষ্য পাকিস্তানের কাছে তাদের সিনেমাটির মূল বক্তব্য পরিষ্কার করা। যা দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
এসকেডি/আরআইপি