যুক্তরাষ্ট্র সফরে নওয়াজকে ওবামার আমন্ত্রণ


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৩ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্র সফরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ কুটনৈতিক এ তথ্য নিশ্চিত করেন।

ওই কুটনৈতিক জানান, যদিও এই সফরের এখনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয় নাই তারপরও আগামী অক্টোবর মাসের শেষের দিকে সফরটি অনুষ্ঠিত হতে পারে। এদিকে হোয়াইট হাউজ থেকে এ ধরনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয় নাই।

ওই কুটনৈতিক আরো বলেন, দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য এই আমন্ত্রণ জানান ওবামা।  
 
এদিকে আরেক কুটনৈতিক ওয়াশিয়ংটন থেকে জানান, যুক্তরাষ্ট্র পাকিস্তানে চলমান সামরিক চাপ থেকে পরিত্রাণের জন্য নওয়াজ শরীফকে সাহায্যে করতে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

কুটনৈতিকরা জানান, নওয়াজ শরীফের এই সফর দুদেশের সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।

তারা আরো বলেন, জঙ্গি দমনে পাকিস্তানের নেয়া পদক্ষেপগুলো এবার যুক্তরাষ্ট্রের সামনে তুলে দরার একান্ত সময় এসেছে। যেখানে জঙ্গিবাদ দমনে পাকিস্তান তাদের অবস্থান পরিষ্কার করতে পারবে। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের এটি দ্বিতীয় সফর হবে। এর আগে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র সর্বশেষ সফর করেন তিনি।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।