সংস্কারের পক্ষে গ্রিসের সংসদে ব্যাপক ভোট


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৩ জুলাই ২০১৫

গ্রিসে ইউরো জোনের নতুন অর্থ সহায়তার বিনিময়ে কিছু সংস্কারের পক্ষে দেশটির সংসদে ব্যাপক ভোট পড়েছে। এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত সংসদে বিতর্ক করেছেন দেশটির সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বিরোধীদের ভোটেই তার পরিকল্পনা নিয়ে জয় লাভ করেছেন। যেখানে তার নিজের দল সিরিজার ৩০ জন সংসদ সদস্য তার এ পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছেন।

দেশটির ব্যাংকিং খাত এবং বিচার বিভাগকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী সিপ্রাস।  এদিকে গ্রিসের ব্যাংকগুলোকে বাঁচাতে নগদ ঋণ সহায়তার পরিমাণ বাড়িয়ে ৯ শ` মিলিয়ন ইউরো করেছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সহায়তার বিষয়ে ইউরোপিয় দেশগুলোর সাথে শুক্রবার একটি আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।