নয়াপল্টন থেকে বিএনপির ১১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির আজকের কালো পতাকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনেক নেতাকর্মী জমায়েত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

কার্যালয়ের সামনে থেকে মিছিল করার সময় বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে। তাদেরকে আটক করে পল্টন থানায় নেয়া হয়েছে।

পল্টন থানার ওসি (অপারেশন) আবু সিদ্দিক জাগো নিউজকে বলেন, মিছিল থেকে ১১ নেতাকর্মীকে আটক করে থানায় আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উপর চড়াও হয়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী।

এমএম/এআর/জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।