রংপুরে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

রংপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করার মামলায় জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নগরীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী নিশ্চিত করে জানান, তোফাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বুধবার লালবাগ এলাকায় তোফার নেতৃত্বে রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ ও রংপুরে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন এ ঘটনায় জাতীয় যুবসংহতির সহ-সভাপতি আসাদুজ্জামান মামুন তোফাসহ ২৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর জাপা কেন্দ্রীয় কমিটি, রংপুর জেলা ও মহানগর কমিটি থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রওশন এরশাদ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।