সব দলের অংশগ্রহণে নির্বাচন চান না প্রধানমন্ত্রী : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর বক্তব্যে গোটা জাতিকে হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। তিনি যে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না, সেটি জাতির সামনে পরিষ্কার হয়ে গেল। তার কাছে প্রতিপক্ষহীন, বিরোধী দলহীন একতরফা নির্বাচনই সবচাইতে পছন্দ, এর বাইরে তিনি যাবেন না। আর এ কারণেই তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করার নির্দেশ দিয়েছেন।’

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য একটি গণতন্ত্রহীন দেশের প্রধানমন্ত্রীর ভাষা, নির্দয় একনায়কতন্ত্রের ভাষা। জনগণের রাজনৈতিক চেতনা বহুদলীয় গণতন্ত্রের। এদেশ এখন বহুদলীয় গণতন্ত্রের দেশ নয়। এখানে চলছে প্রতিপক্ষকে বহু-গালাগালি দেয়ার এক অপরিসীম ক্ষমতাধর ব্যক্তির রাজত্ব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বলেছেন, এটা তো নতুন কিছু না, যুগযুগ ধরে প্রশ্ন ফাঁস হয়। তিনি আরও বলেছেন, মন্ত্রী ও সচিব-তো প্রশ্ন ফাঁস করেননি, তাদের সরে যেতে হবে কেন? প্রশ্ন ফাঁস নিয়ে গোটা জাতি যেখানে উদ্বিগ্ন এবং যেখানে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেখানে প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসকারীদের পক্ষ নিয়ে বক্তব্য দেয়ায় প্রমাণ হলো যে উনি শিক্ষিত জাতি চান না। ভোটারবিহীন অবৈধ সরকারই কেবল এ ধরনের কথা উচ্চারণ করতে পারে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই কোয়ালিটি এডুকেশনের বিরোধী।’

বিএনপির এ নেতা বলেন, ‘আপনাদের নিশ্চয়ই ৭২ সালের অটো প্রমোশন ও পরীক্ষায় গণটোকাটুকির কথা মনে আছে, তোফায়েল বিসিএস এর কথা মনে আছে। সম্প্রতি খাতায় কিছু না লিখেও জিপিএ-৫ এর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধির হিড়িক দেখেছেন। আওয়ামী লীগের উদ্দেশ্যই হচ্ছে জাতিকে মেধাহীন করা। অন্য একটি দেশের সুবিধার্থে দেশের সন্তানরা যাতে কোয়ালিটিপূর্ণ শিক্ষা না পেয়ে পিছিয়ে পড়ে। প্রধানমন্ত্রীর কথায় এটাও পরিষ্কার হয়েছে যে, সব প্রশ্ন ফাঁসের সঙ্গে সরকারের মদদ আছে। জাতিকে মেধাহীন করার জবাব উনাকে একদিন দিতেই হবে।’

দলটির এ মুখপাত্র বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ক্রোধের আসামি, একদলীয় দুঃশাসনের সাজানো মামলার আসামি। প্রকৃত আইনের শাসন আর গণতন্ত্র থাকলে আওয়ামী সরকারই সাজাপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে থাকতো। কারণ তারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। ১/১১ এর সময় জলিল সাহেব, কাদের সাহেব, শেখ সেলিম সাহেবসহ অন্য নেতারা প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে কী জবানবন্দি দিয়েছিলেন তা জনগণ এখনও ভুলে যায়নি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি এতো সাহস, তাহলে তার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির ১৫টি মামলা মোকাবেলা না করে রাষ্ট্রশক্তি ব্যবহার করে সেগুলো প্রত্যাহার করে নিলেন কেন? এসব প্রশ্নও জনগণের। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিতে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মতো কেউ দেশে ছিল না, এতটা দৈন্যদশা তাদের। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই- আপনার এ বক্তব্যে এটি পরিষ্কার যে, বিএনপি চেয়ারপারসনকে কারাগারে ঢুকিয়ে বিএনপিকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান দলের হাল ধরায় আপনার সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে, আর এজন্যই আপনার গায়ে এত জ্বালা।’

রিজভী বলেন, ‘বাংলাদেশে তো বহু যোগ্য ও মেধাবী লোক আছে যারা আন্তর্জাতিকভাবেও আইটি বিষয়ে খ্যাতিসম্পন্ন। তাদের আইটি উপদেষ্টা না বানিয়ে আপনার ছেলেকে বানিয়েছেন, তাহলে এটাকেও আপনি দৈন্যদশা বলছেন না কেন? প্রশ্নপত্র ফাঁসও কিন্তু আইটি খাতের ব্যর্থতার কারণেই ঘটেছে। তাই প্রশ্ন ফাঁস ঢাকতেই গতকাল আপনি এত অবান্তর বক্তব্য দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন অালাল, রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।