খালেদার জন্য মায়াকান্না থামিয়ে নির্বাচনে অংশ নিন : ইনু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়ার জন্য মায়াকান্না থামিয়ে নির্বাচনে অংশ নিতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, খালেদা জিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত এবং বিএনপি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু বিএনপি সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিকে পূর্বশর্ত করে নির্বাচন থেকে সরে আসার পাঁয়তারা করছে।

শুক্রবার আরেফ আহমেদের ১৯তম শাহাদতবার্ষিকীতে তার সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা বলেন।

ইনু বলেন, যুদ্ধাপরাধীদের নিয়েই বিএনপির যাত্রা শুরু এবং এরপর থেকে খালেদা বা বিএনপি কখনোই অপরাধীদের সঙ্গ ছাড়েনি।

জাসদ মহানগর পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সহসভাপতি নূরুল আখতার, জাসদ উত্তর সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি শামছুল ইসলাম সুমন প্রমুখ স্মরণসভায় বক্তব্য রাখেন।

এফএইচএস/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।