খালেদার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত তিন দিন ধরে ডিভিশন দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এর প্রতিবাদে আমরা এই মানববন্ধন করছি। সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ দিচ্ছে না।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। অথচ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এই দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। হত্যা-নির্যাতন ও গ্রেফতার বন্ধ করুন। খালেদা জিয়াসহ বিরোধী দলের সব নেতাকর্মীকে মুক্তি দিন।

এমএম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।