বিএনপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই ব্যক্তির প্রবেশ নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের নয়াপল্টনে ঝটিকা সফর নিয়ে ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে গাড়িতে (দ ১৭-৬৫-২৪) করে দুই ব্যক্তি নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন। তারা দূতাবাসের কিনা তা স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। তবে গাড়িটি মার্কিন দূতাবাসের পরিবহন পুলের বলে জানা গেছে।

এদিকে বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমদ অবশ্য মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।

নয়াপল্টন কার্যালয় সূত্র বলছে, দু’জনের মধ্যে একজন খুব সম্ভবত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার বিল মরেন।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের একজন জানান- তারা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় সহ দফতর সম্পাদক বেলাল আহমেদও ছিলেন। বিকাল ৫টা ২০ মিনিটে তারা কার্যালয় থেকে বেরিয়ে যান।

জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, উনারা দুজন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।

এমএম/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।