আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্রিফ করছে বিএনপি
খালেদা জিয়ার মামলা এবং তাকে জেলে প্রেরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে কর্মরত বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের কাছে ব্রিফিং করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ ব্রিফিং শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিবিসি, ভয়েস অব আমেরিকা, এপি, এফপি, জার্মান রেডিও ডয়চে ভেলে প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দেশে অবস্থানরত বিদেশি গণমাধ্যমকর্মীদের কাছে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা সংক্রান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করতেই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তবে এখানে দেশীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের সুযোগ নেই বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির প্রমুখ উপস্থিত রয়েছেন।
এমএম/ওআর/আইআই