প্রবাসীদের সঙ্গে জেএসডি সভাপতির ঈদ শুভেচ্ছা


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২১ জুলাই ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ.স.ম. আব্দুর রব যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গত শনিবার প্রবাসের রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর পর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রব।

এসময় যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে জেএসডি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার শহিদুল্লাহ ফরায়জী। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক মীর মো. তসলিম উদ্দিন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মত বিনিময় অনুষ্ঠানে সুরকার ও গীতিকার শহিদুল্লাহ ফরায়জীর জন্মদিনের কেক কাটা হয়। ফরায়জী মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা শোষনহীন  সমাজের উপর গুরুত্বারোপ করেন।

বিএনপি ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ এম এ সালাম বলেন, বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হয়ে দেশে ও প্রবাসে কাজ করতে হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।