রাষ্ট্রীয় মর্যাদায় ভাষাসৈনিক রাজ্জাকের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় ভাষাসৈনিক অ্যাড. আবদুর রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় জানাযার নামাজ শেষে হেতমখাঁ কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
রোববার রাতে তার মরদেহ ঢাকা থেকে রাজশাহী পৌঁছায়। রাতে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়। সোমবার দুপুর ১২টায় রাজশাহী কোর্ট চত্ত্বরে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর সোনাদীঘি মসজিদে দ্বিতীয় এবং এর পরেই রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তার তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
ভাষাসৈনিক অ্যাড. আবদুর রাজ্জাক রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার উত্তরায় তার বড় ছেলে রাজিব আহমেদের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
এদিকে, সোমবার জানাযার নামাজের আগে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ১৯৫২ সালে রাজশাহী কলেজে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারের নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন।
শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই