বিএনপি নেতা আমান-আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

বিএনপির একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই মহাখালী ডিওএইচএসে নাজিম উদ্দিন অালমের বাসা ঘিরে রেখেছিল র‌্যাব-১। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও ছিলেন। রাত সোয়া ৯টার দিকে র‌্যাব নিয়ে যায় তাদের।

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাসেম জাগো নিউজকে বলেন, হাইকোর্ট এলকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে র‌্যাব নিয়ে গেছে।

এমএম/জেইউ/জেডএ/এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।