দুই বছর পর নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮
ছবি-ফাইল

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রায় দুই বছর পর নির্বাহী কমিটির সভা ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩ ফেব্রুয়ারি রাজধানীতে এ সভা অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। নির্বাহী কমিটির সভা করার জন্য তিনটি ভেন্যু পছন্দ করা হয়েছে।

এগুলো হলো- মহানগর নাট্যমঞ্চ, রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এ তিনটি ভেন্যুর মধ্যে যে কোনো একটিতে সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করেই মূলত এ সভা অনুষ্ঠিত হবে। রায়ে বেগম জিয়া যদি সাজাপ্রাপ্ত হন তাহলে দলের পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে এ সভা থেকেই।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে ৫০২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করেছিলেন বেগম জিয়া।

এমএম/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।