আন্দোলনের মহাপরিকল্পনা কষছে বিএনপি


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৯ জুলাই ২০১৫

ঈদ পরবর্তী সরকার পতন আন্দোলন নিয়ে মহাপরিকল্পনা কষেছে বিএনপি। অতীতের বড় বড় ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সর্বশক্তি নিয়ে রাজনীতির মাঠে আবারো সরব হতে চায় দলটি। এক্ষেত্রে বিএনপি তার দলীয় জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকালের বক্তব্য থেকে এর সতত্যাও মিলেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেছেন, বিএনপি দল গুছিয়ে শিগগিরই আন্দেলনে নামবে। তবে কোন সহিংস আন্দোলন বিএনপি করবে না। দলের জনপ্রিয়তাকে ব্যবহার করা হবে।

জানা যায়, ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দলটি। এর আগে পুরো রমজান মাসজুড়ে ইফতার মাহফিলে সময় পার করলেও অভ্যন্তরীণ কৌশলে আন্দোলেন সফল করার কাজ অনেক আগ থেকেই শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানায়, সাংগঠনিক দুর্বলতাই বিএনপিকে বার বার ডুবিয়েছে। আর এ উপলব্ধি থেকে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে দলটি। টানা তিন মাস আন্দোলেনে ব্যর্থ হওয়ার পর থেকে সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করার দিকে নজর দিয়েছেন খালেদা জিয়া।

ফলশ্রুতিতে ঈদ পরবর্তী সময়ে ক্রমান্বয়ে সব গুছিয়ে আবারো আন্দালনে যাবে বিএনপি। সরকারকে আল্টিমেটাম দেয়াসহ প্রাথমিক পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলনের চিন্তা-ভাবনা করছেন তারা। পরবর্তীতে হার্ডলাইনে গিয়ে সরকার পতনে ফের রাজপথে সক্রিয় হবে দলটি।

এদিকে, এবার যেকোন মূল্যে আন্দোলন সফল করতে মরিয়া বিএনপি। তাই নতুনভাবে দলকে সাজানোসহ নানা পরিকল্পনা করছেন তারা। সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন করে দলকে সাজানোর পরই নতুন করে চমক দেখাবে বিএনপি এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লষ্টিরা।

সূত্র জানায়, ঈদল-উল ফিতরের পরই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অপূর্ণ কমিটিগুলো পূর্ণাঙ্গ করা  হবে। এছাড়া ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের সামনে নিয়ে আসা হবে। এছাড়া নানা কারণে দলে যারা নিস্ক্রিয় রয়েছেন তাদের আপাতত পেছনে রাখা হবে।

কোন ইস্যু নিয়ে বিএনপি আন্দালেনে যাবে এ প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান জাগাে নিউজকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। দেশে কোন গণতন্ত্র নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বিএনপি আগ থেকেই করে এসেছে। এর চেয়ে বড় ইস্যু আর কি হতে পারে বলে প্রশ্ন রাখেন তিনি।

জানা যায়, দেশ ও দলের স্বার্থে সুদূরপ্রসারী ভিশন নিয়ে নবীন-প্রবীণদের সংমিশ্রনে নতুন নেতৃত্ব নির্ধারণ তৈরি করবে বিএনপি। দলের সাংগঠনিক শক্তি জোরদার করে ঈদের পরে আন্দোলনে চমক দেখাতে চায় বিএনপি।

ঈদের পর থেকে ধাপে ধাপে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাবে বিএনপি। এ বছরের অক্টোবরের দিকে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায় দলটি। সেই লক্ষ্য যুবদলের কমিটি গঠন চূড়ান্ত হয়েছে। ঈদের পর ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এছাড়া দলের বিভিন্ন জেলা কমিটি, ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি পর্যায়ক্রমে ভেঙে দিয়ে নতুন কমিটি করা হবে। এই কমিটিগুলোর নেতৃত্বে আনা হবে ত্যাগী তরুণদের। দল পুনর্গঠনের পর জোরালোভাবে আবারো রাজপথে নামবে দলটি।

এমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।