খালেদা জিয়াকে কারাগারে নিলে মুক্তির আগেই সরকারের পতন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিলে তার মুক্তির আগেই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নিলে আমরা কি তখন কান্নাকাটি করবো? ঘরে বসে থাকবো? না, খালেদা জিয়ার মুক্তির আগেই সরকারের পতন ঘটাবো। দেশ তখন কারাগারে পরিণত হবে।’
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এ আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘ক্ষমতার দাম্ভিকতা ছেড়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্র হত্যা করলে আপনি ঠিকে থাকতে পারবেন না। আঘাতের আগে পাল্টা আঘাতের চিন্তা করবেন।’
বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ‘সরকার আদালতকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গণতন্ত্র ও শেখ হাসিনা দুটি সাংঘর্ষিক শব্দ।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীনদের অপকর্মের কারণেই বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই তাদের সামর্থ্য নেই বলেই বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করুক তারা সেটা চায় না।’
সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার প্রমুখ।
এমএম/এমবিআর/আরআইপি