জঙ্গি-রাজাকারমুক্ত দেশ গড়তে লড়বে শ্রমিকরা : ইনু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

দেশকে জঙ্গি-রাজাকার ও বৈষম্য থেকে মুক্ত করার সংগ্রামে সক্রিয় হতে শ্রমিক-মজুরদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসী-রাজাকার-তেঁতুলহুজুর থেকে দেশকে মুক্ত করতেই হবে। আর এ সংগ্রামে জাসদের সঙ্গে অংশ নেবে দেশের শ্রমিক-মজুরেরা।

শুক্রবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশের বার্ষিক সম্মেলনে শ্রমিকদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমিক জোট সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েলের পরিচালনায় শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সুলতান উদ্দিন আহম্মেদ, জাহিদুল হক মিলু, মো. মোকাদ্দেম হোসেন, মেজবাহ উদ্দিন প্রমুখ সম্মেলনে বক্তব্য দেন।

এফএইচএস/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।