দলীয়করণের অপচেষ্টার কারণেই ঢাবি পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরকার কর্তৃক দলীয়করণের অপচেষ্টার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে চার দলের সমন্বয়ে গঠিত জোট যুক্তফ্রণ্ট।

বুধবার বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার এক যৌথ বিবৃতিতে ঢাবিতে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, বর্তমানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষক সমাজ এমনকি উপাচার্যেরও নিরাপত্তা নেই। সাধারণ ছাত্র সমাজ সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণ বাতিল ও সরকার সমর্থিত ছাত্র সংগঠন কর্তৃক সাধারণ ছাত্রীদের সম্ভ্রমহানীর বিচারসহ চার দফা দাবীতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান গ্রহণ করে।

নেতারা আরও বলেন, উপাচার্য আন্দোলনকারীদের সঙ্গে নিজে আলোচনায় আসেননি। আলোচনার জন্য শিক্ষকমণ্ডলী বা পুলিশের সহযোগীতাও চাননি বরং সরকার সমর্থিত ছাত্র সংগঠনের কর্মীদের ডেকে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে বহু সংখ্যক ছাত্র-ছাত্রীকে জখম করিয়েছেন। তাদের অনেকেই এখনো হাসপাতালে। কিছুদিন পূর্বে শিক্ষকদের মধ্যেও নির্লজ্জ মারামারি হয়েছে-যা ছিলো ইতিহাসের নজির বিহীন ঘটনা।

এ সকল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ অবস্থা চলতে থাকলে ঢাবিসহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মান ও মর্যাদা সম্পূর্ণ ভুলণ্ঠিত হয়ে যাবে।

এইউএ/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।