সত্য ও নৈতিকতার কাছে অস্ত্রের ঝনঝনানির পরাজয় হয়েছে : আইভী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সত্য ও নৈতিকতার কাছে অস্ত্রের ঝনঝনানির পরাজয় হয়েছে। শান্তির নারায়নগঞ্জ শান্তির নারায়নগঞ্জই থাকবে। এ শহরের শান্তি কাউকেই নষ্ট করতে দেয়া হবে না।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নারায়নগঞ্জের বাসায় ফিরে যাওয়ার প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইভী আরও বলেন, ফুটপাত দিয়ে নাগরিকরা চলাচল করবে। ফুটপাত দিয়ে মানুষ হাটবে। হকারদের জন্য চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে, তারা সেখানে যাবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) নারায়নগঞ্জের চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

ঘটনায় একদিন পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

এমইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।