জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ আর নেই


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৭ জুলাই ২০১৫

কথা সাহিত্যিক ও জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য, সাবেক কাস্টমস কমিশনার, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ ও নেত্রকোনা সমিতির সভাপতি, লায়ন্স-এর সাবেক গভর্নর, দৈনিক সকালের বাণী ও দৈনিক জনতা পত্রিকার সাবেক সম্পাদক ফকির আশরাফ শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

তিনি ঢাকার উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর।  তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন লিভার ক্যান্সারে ভুগছিলেন।

এর আগে গত বুধবার আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার উত্তরা ৪নং সেক্টর জামে মসজিদে প্রথম জানাজা এবং বিকেলে তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামে ফকির বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার প্রতিষ্ঠিত বুখারি জামে মসজিদের পাশে তার দাফন কাজ সম্পন্ন হবে।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।