শিক্ষকদের প্রাণহানি হলে সারা দেশে আগুন জ্বলবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন। কোনো শিক্ষকের প্রাণহানি হলে সারা দেশে আগুন জ্বলবে।

শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়, জন্মগত অধিকার। এ জন্য সব শিক্ষা জাতীয়করণ করতে হবে।

রব বলেন, যে শিক্ষকরা আমাদের শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলেন, সেই শিক্ষকদের এ ধরনের অমানবিক অবস্থা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি আমার দল ও আমাদের জোট যুক্তফ্রন্টের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।

এইউএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।