হিন্দু সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

রাজধানীর শ্যামপুর কদমতলির হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার শ্যামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা জাপায় যোগ দেন।

জুরাইন ঋষিপাড়া কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু দাশ, গৌর চৈতন্য মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বিধু চন্দ্র দাশ ও রামলক্ষণ জিউ মন্দিরের মহিলা সম্পাদিকা মুক্তা রানী দাশের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতাকর্মীরা জাপায় যোগ দেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামপুর থানার সভাপতি সুনীল দাশ (টাইগার) কদমতলি থানার সাধারণ সম্পাদক অজয় সরকার টিটু ও কদমতলি থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডি কে সমির প্রমুখ।

যোগদানকারীদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, প্রতিদিনই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে। জাতীয় পার্টি দিনদিন শক্তিশালী হচ্ছে। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আমরা শক্তি অর্জন করছি।

তিনি বলেন, এরশাদ যেমন রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, তেমনি হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দিরের উন্নয়নের জন্য হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছেন। পরমেশ্বর ভগবান শ্রৗকৃঞ্চের জন্মদিন জন্মাষ্টমীতে সরকারি ছুটি দিয়েছেন, পহেলা বৈশাখে সরকারি ছুটি দিয়েছেন। জাতীয় পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়, উদার গণতান্ত্রিক দল।

এমইউএইচ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।