সিনেট নির্বাচন নিয়ে সিরিয়াস হওয়ার পরামর্শ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদ সিরিয়াসভাবে নিচ্ছে না এমন অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আজীবন সদস্য। আমার বাসায় ৮টি ভোট। আমার কাছে এখনো চিঠি আসেনি। আপনারা নির্বাচন সিরিয়াসলি করছেন না। আরও সিরিয়াস হতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভায় এমন অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের সংখ্যা বেশি। এখনও অনেক সময় আছে। প্রতিটি ভোটারের বাসায় যান। সিনেট নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল বলেন, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে সিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, সেখানে সিনেট নির্বাচন কতখানি সুষ্ঠু হবে তাতে সন্দেহ আছে।

বিএনপির এ নেতা বলেন, আগামীকাল গণতন্ত্র হত্যা দিবস। প্রশাসন থেকে আমাদের কোনো ধরনের কার্যকলাপ করার অনুমতি দেয়নি। কিন্তু আওয়ামী লীগকে ঢাকা উত্তর-দক্ষিণে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। এক চোখা সব কিছু।

আগামীকালের র‌্যালির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। এ বিষয়ে রাতে জানানো হবে বলে জানান তিনি। এছাড়া ২ জানুয়ারির ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ বাধা দেয়নি। ঝামেলা করেছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তার জন্য টাকা দিয়ে ভাড়া করা সেমিনার হল বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।

প্রধান অতিথির বক্তব্যের আগে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সিনেট নির্বাচনে লড়বেন- ড. আ ফ ম ইউসুফ হায়দার (ব্যালট-২), ড. উম্মে কুলসুম রওজাতুল রোম্মান (ব্যালট-৭), এ কে এম ফজলুল হক মিলন (ব্যালট-১১), এটি এম আব্দুল বারী (ব্যালট-১৩), অধ্যাপক এ বি ফজলুর করিম (ব্যালট-১৪), এবি এম মোশারফ হোসেন (ব্যালট-১৬), ডা. এস এম রকিবুল ইসলাম (ব্যালট-২৩), কে এম আমিরুজ্জামান (ব্যালট-২৫), ড. চৌধুরী মাহামুদ হাসান (ব্যালট-২৭), ড. জিন্নাতুন নেছা তাদমিদা বেগম (ব্যালট-২৯)।

এছাড়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার (ব্যালট-৩১), ডা. প্রবাদ চন্দ্র বিশ্বাস (ব্যালট-৩৫), ডা. ফরহাদ হালিম (ব্যালট-৩৬), ড. মুহাম্মদ আব্দুর রব (ব্যালট-৪৩), ড. মুহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানি (ব্যালট-৪৬), ডা. মুহাম্মদ রফিকুল কবির (ব্যালট-৪৮), মোহাম্মদ আসরাফুল হক (ব্যালট-৫৭), অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আহমেদ তালুকদার (ব্যালট-৬১), ডা. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন (ব্যালট-৬২), ডা. মুহাম্মদ সরিফুল ইসলাম (ব্যালট-৬৫), সাইফুল ইসলাম ফিরোজ (ব্যালট-৬৬), অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া (ব্যালট-৬৭), মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা (ব্যালট-৬৮), শওকত মাহমুদ (ব্যালট-৭৩) ও ড. সদরুল আমিন (ব্যালট-৭৭)।

বিএনপি ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হাসানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহামুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

এমএম/এমআরএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।