খালেদার নামে পরোয়ানা : বৃহস্পতিবার ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই কর্মসূচি ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে নেতারা বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একের পর এক আজগুবি হাস্যকর মামলায় আজ্ঞাবহ বিচার ব্যবস্থার মাধ্যমে হয়রানির অভিপ্রায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। অথচ দেশনেত্রী বিচার ব্যবস্থার প্রতি তার অবিচল শ্রদ্ধা দেখিয়ে আসছেন বরাবর। কিন্তু তারপরও যদি এই অবৈধ সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার বার দেশনেত্রীকে হয়রানি করার চেষ্টা করে, তবে ছাত্রদল ও দেশবাসী ঘরে বসে থাকবে না। জনতার আদালতে এই অবৈধ সরকার এবং আজ্ঞাবহ আদালতের বিচার একদিন ঠিকই হবে।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।