ছাত্রসমাবেশে প্রধান অতিথি খালেদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৮
ছবি-ফাইল

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রসমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ছাত্রসমাবেশ সভাপতিত্ব করবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান। এতে বিএনপির বিভিন্ন পদে থাকা ছাত্রদলের সাবেক নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এমএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।