‘বিএনপির ভয়ের কারণ নেই, ভালো নির্বাচন হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, তিনি বলেন, ‘বিএনপির ভয়ের কোনো কারণ নেই, ভালো নির্বাচন হবে। আতঙ্ক অনিশ্চয়তা কিছুই থাকবে না, সব কেটে যাবে। আমাদের ইতিহাস তাই বলে, বাংলাদেশের ইতিহাস বলে যত ঝড়ঝঞ্ঝা, যত বেশি সঙ্কট, যত অন্ধকার, যত অমানিশা সেটা কিন্তু খুব দ্রুত হঠাৎ করে চলে যায়। আবার দিনের সূর্য হাসে। এটাই আমাদের ইতিহাস।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ ব্যাপারে আশাবাদী এবং দৃঢ়ভাবে আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপি যে আতঙ্কের কথা বলছে, অনিশ্চয়তার কথা বলছে- এসব কিছুই থাকবে না। একটা সুন্দর পরিবেশে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপিসহ অন্যান্য নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর ভালো নির্বাচন বাংলাদেশে হবে।’

তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আসতে হবে, তারা নির্বাচনে আসবে। এবার নির্বাচন না করার ভুলের পুনরাবৃত্তি তারা ঘটাবে এটা কেউ বিশ্বাস করে না। তারা এখন কিছু আদায় করা যায় কি না এজন্য বড় বড় দাবি নিয়ে আসছে।’

বিএনপিকে অস্তিত্বের স্বার্থে আগামী নির্বাচনে আসতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ভারতের আসামে কথিত বাংলাদেশিদের তালিকা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের এটা ইন্টারন্যাল ব্যাপার, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হলে অবশ্যই বাস্তব সম্মত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাব।’

নতুন বছরে প্রত্যাশা বাড়তে পারে

নতুন বছরের প্রত্যাশা কি বা অংশগ্রহণমূলক নির্বাচনে কী উদ্যোগ নেয়া হবে- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে বছরটা নতুন, প্রত্যাশাটা পুরনো। নতুন কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশা আগে থেকেই আছে তবে নতুন বছরে প্রত্যাশাটা বাড়তে পারে কারণ চ্যালেঞ্জটা বেশি।’

তিনি বলেন, ‘নতুন বছরে নতুন চ্যালেঞ্জ আসে। যেহেতু এবার নির্বাচনের বছর তাই চ্যালেঞ্জটাও একটু বেশি। আমার বিশ্বাস এবার নতুন বছরে নির্বাচনকে সামনে রেখে অনেকে যে অনিশ্চয়তা ও আতঙ্কের কথা বলছেন তা কেটে যাবে।’

পদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়েই শেষ হবে

পদ্মা সেতুর কাজের যে অগ্রগতি তাতে নির্ধারিত সময়ে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে ২০১৮ সালের টার্গেট দিয়েছি, আমাদের বিশেষজ্ঞরা বলছেন এ নদী আমাজনের চেয়েও আনপ্রেডিকটেবল, আমাদের কিছু কিছু কাজ পিছিযে গেছে। কিন্তু এখানে আমাদের চ্যালেঞ্জ ছিল স্প্যান বসানো। হিসাব করে দেখেছি যথা সময়েই কাজ হয়ে যাবে, টার্গেট যথা সময়ে ফুলফিল করব। আমরা আরও এগিয়ে যেতে পারতাম, কোয়ালিটির জন্য করেনি।’

ডিএনসিসিতে কাউকে মনোনয়ন দেয়া হয়নি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়েনের বিষয়ে জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের মনোনয়ন বোর্ড আছে। মনোয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে কেউ আমাদের পার্টির মনোনিত প্রার্থী এটা মনে করার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘শিডিউল ঘোঘণার পর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। আপনারা বলতে পারেন একজন (ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম) বলছেন তাকে প্রাইম মিনিস্টার গ্রিণ সিগন্যাল দিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে জনমত যাচাই-বাছাই বা তার অবস্থানটা কী তা পরীক্ষা করতে বলতে পারেন। তবে মনোনয়ন দেয়া হয়নি। মনোনয়ন তিনিই পাবেন যাকে নৌকা প্রতীক দেয়া হবে।’

আরএমএম/এনএফ/এমএমজেড/জেআইএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।