দেশে একদলীয় শাসন চলছে : ড. কামাল
বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গায়ের জোরে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশে এখন একদলীয় শাসন চলছে। দেশের মানুষ অতীতে কখনো একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না।
রোববার রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, দেশে এখন মানুষের কথা বলার অধিকার নেই। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার নেই। জীবনের নিরাপত্তা নেই। সত্য কথা বললে তার উপর খড়গ নেমে আসে। আমরা সত্যের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে। যতোই বাধা আসুক প্রতিবাদ করে যাবো।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলে সত্যিই দুঃখ হয়। আমাদের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি। আজ জাকাতের কাপড়ের জন্য ২৭ জন মানুষকে জীবন দিতে হয়। আমাদের অর্থনৈতিক মুক্তি হয়নি।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি মফিজুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
বিএ/এমএস