খালেদা জিয়া পালানোর সুযোগ পাবেন না : হানিফ


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। তাদের এ ষড়যন্ত্র ব্যর্থ হলে খালেদা জিয়া দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
 
বিএনপি কোনো ইস্যু ছাড়াই সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য করে হানিফ বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। খালেদা জিয়া জানেন, জনগণের রায় নিয়ে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না। তাই বিভিন্ন সভা সমাবেশে অসত্য, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন।
 
হানিফ বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভালবোসেন তার মানে এই নয়, যে তিনি ষড়যন্ত্রকারীদের বিশ্বাস করবেন এবং তাদেরকেও ভালবাসবেন।
 
ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে খালেদা জিয়ার বক্তৃতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর মতো বালখিল্য কথা খালেদা জিয়ার মতো শীর্ষ পর্যায়ের নেতার কাছ থেকে দেশবাসী আশা করে না।
 
খালেদা জিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ থেকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে হানিফ বলেন, সমাবেশে যে লোক হয়েছিল সেই পরিমাণ লোক হরতালের দিন মাঠে নামে নি। এ থেকেই প্রমাণ হয় খালেদার ইস্যুবিহীন ও নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড মানুষ আর চায় না। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী।
 
প্রধানমন্ত্রীর সাবেক এ বিশেষ সহকারী বলেন, খালেদা জিয়া নিজে একাধীক দুর্নীতি মামলার আসামী। তার ২ পুত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ। তাই অন্যদের দুর্নীতিবাজ বলার আগে আয়নায় নিজের চেহারা একবার দেখে নেওয়া উচিত তার।
 
তিনি বলেন, দুই বারের প্রধানমন্ত্রী যখন এতিমদের অর্থ আত্মসাত মামলার আসামী তখন তার উচিত আদালতের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করা নতুবা রাজনীতি থেকে অব্যাহতি নেওয়া।
 
অ্যাডভোকেট তারানা হালিম এমপির সভাপতিত্বে অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিক, জিএম আতিক, হেদায়েতুল্লাহ স্বপন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।