লাভের জন্য রাজনীতি করি না : সৈয়দ আশরাফ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১১ জুলাই ২০১৫
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, লাভের জন্য আমি রাজনীতি করি না। আমার বাবাও বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করনেনি। বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন আমার শরীরেও সেই রক্ত।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতি আয়োজতি এক ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমি মন্ত্রী থাকি বা না থাকি, রাজনীতি করি বা না করি কিশোরগঞ্জ-হোসেনপুরের জনগণের জন্য কাজ করে যাবো।

ইফতারের প্রায় ১৫ মিনিট আগে বক্তব্য দেয়ার জন্য মাইক হাতে নিলেও দুই মিনিট বক্তব্য দিয়ে তিনি কথা শেষ করতে চান। তখন উপস্থতি এলাকাবাসী বলতে থাকেন ‘নেতা আরো বলেন’- তারপরও তিনি আর বক্তব্য বাড়াননি।

এর আগে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোসেনপুর সমিতির নেতারা বক্তব্যে আশরাফের সততা ও নিষ্ঠা নিয়ে বক্তব্য দেন। অনেকে সৈয়দ আশরাফের দফতর কেড়ে নেয়ায় ক্ষোভও প্রকাশ করনে।

নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবি’র প্রেসিডেন্টের উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল কবীর।

এএসএস/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।