মন্ত্রিপরিষদে কোনো শুদ্ধি অভিযান চলছে না


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১১ জুলাই ২০১৫

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, মন্ত্রিপরিষদে কোনো শুদ্ধি অভিযান চলছে না। পৃথিবীর যেকোনো দেশের মন্ত্রিপরিষদ রদবদল হয়। অতীতে বাংলাদেশে হয়েছে, ভবিষ্যতেও হবে বলে মন্তব্য করেছেন।

শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আরএস ডিজিটাল সাইনের অফিস উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেয়া হয়নি। তিনি যাতে দলীয় দায়িত্ব ঠিকমত পালন করতে পারেন সেজন্য এটা করা হয়েছে। আচিরেই তিনি দলে সক্রিয় হবেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আশ্রফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি অসহায় ও দুঃস্থদের মাঝে জাকাতের কাপড় বিতরণ করেন।

এসএম হুমায়ূন কবীর/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।