জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আউটসোসিং’র উপর প্রশিক্ষণ দিয়ে ঘরে বসেই টাকা উপার্জনের মাইলফলক সৃষ্টি করেছে। শনিবার জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সারা দেশে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আর একটি রাজনৈতিক দল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম প্রমুখ। এর আগে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শুভ্র মেহেদী/এসএস/আরআই