কক্সবাজারে অপহরণহারী সন্দেহে যুবক আটক


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১১ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

কক্সবাজারে জঙ্গল থেকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে এক যুবককে আটক করেছে কাঠুরিয়ারা। শনিবার দুপুরে ফুলছড়ি রেঞ্জের অধীন খেলিবিল নামক জঙ্গল থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রমজান আলী (২৫)। তিনি সদরের ঈদগাঁওয়ের মেহেরঘোনা এলাকার জাহিদের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার কিছু লোক কয়লা পোড়াতে ওই জঙ্গলে প্রবেশ করে। ওই সময় খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের অধীন খেলিবিল নামক জঙ্গলে এক যুবককে একাকী ঘুরতে দেখেন তারা।  তাদের দেখে যুবক পালাতে চাইলে কাঠুরিয়াদের সন্দেহ হয়। তারা ধাওয়া করে ওই যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে মুখোশ ও বারুদ পাওয়া যায় বলে জানিয়েছে আবদুর শুক্কুর নামের এক কাঠুরিয়া। লোকজন তাকে খুটাখালী বাজারে নিয়ে এসে চকরিয়া থানা পুলিশকে খবর দেয়।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে এসআই শুকেন্দুকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে আটক যুবকের প্রতিবেশিরা জানান, রমজান আলী বিভিন্ন অপরাধের সাথে আগে থেকেই জড়িত ছিলো।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে অপহরণকারী চক্র পাহাড়ী এলাকায় কাঠ, বাশ কিংবা বালি আনতে যাওয়া লোকজনদের অপহরণ করে জঙ্গলে নিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করে আসছিল।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।