৯ জুলাই : এক নজরে সারাদিনের খবর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৯ জুলাই ২০১৫

দফতর হারালেন সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার দেশে আসছে আমজাদ খান চৌধুরীর মরদেহ
দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মরদেহ আগামী ১২ জুলাই রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হবে এবং সোমবার ঢাকায় সামরিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

সৌদি সরকারের ই-ব্রেসলেট : পথ হারাবেন না হাজিরা
আসন্ন হজ মওসুমে হাজিদের ইলেকট্রনিক ব্রেসলেট (ই-ব্রেসলেট) সরবরাহ করবে সৌদি আরব সরকার।

হিযবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ততা : ঢাবির ৫ শিক্ষার্থী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ক্লাস রুম ও শিক্ষকদের বিভিন্ন রুমে গিয়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের লিফলেট ও সিডি বিতরণ করায় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

ঈদে ট্রেনের সিডিউল বিপর্যয় হবে না : রেলমন্ত্রী
ঈদে ঘরফেরা মানুষের ভোগান্তি দূর করতে ট্রেন যথাসময়ে ছাড়বে। রেলে এবারে সিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বঙ্গবন্ধু মেডিকেলের ৪৩ বিভাগে নতুন চেয়ারম্যান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ৪৩ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অপবাদ মিথ্যা ছিল
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অপবাদ যে মিথ্যা ছিল সেটা আজ প্রমাণিত হয়েছে।

গম নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত
ব্রাজিল থেকে আমদানি করা পচা গম নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালত।

কমলাপুর রেলস্টেশনে ব্যাপক নিরাপত্তা
ঈদে ঘরে ফেরা মানুষের জন্য কমলাপুর রেলস্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে।

ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি স্বস্তিদায়ক : মাশরাফি
এবি ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যানের অনুপস্থিতি সব দলের জন্য স্বস্তিদায়ক বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী এই ব্যাটসম্যান না খেলায় বাংলাদেশের সামনে ওয়ানডেতে জয়ের সম্ভাবনা থাকছে বলে মনে করেন দেশসেরা এই পেসার।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।