জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবসে (শনিবার) জাকের পার্টি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকায় সকালে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালি সহকারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণ করা হয়।

বিকালে বনানীর কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, মহান বিজয় দিবসের কর্মসূচীর শুরুতে শনিবার ভোরে বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। একইভাবে দেশব্যাপী জাকের পার্টির সব কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এইচএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।