ইফতার মাহফিলে কোনো দলের গিবত সমীচীন নয় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইফতার মাহফিলে বসে কোনো ব্যক্তি বা দলের গিবত করা সমীচীন নয়। যারা উন্নয়নের বিরোধিতা ও অন্যের গিবত করে জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তিনি বলেন, বর্তমান সরকারের নানা কর্মসূচির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আরো এগিয়ে যেতো, যদি না বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি এবং জ্বালাও পোড়াও হতো। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজীপুরে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এ জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজুল ইসরাম খান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোজাম্মের হক বকুল প্রমুখ।

এর আগে মন্ত্রী কাজিপুর উপজেলার খুদবান্দি, মেঘাই, মাইজবাড়িসহ কয়েকটি এলাকায় যমুনার ভাঙনরোধে পানি উন্নয়ন বিভাগের কাজের অগ্রগতি সরোজমিন পরিদর্শন করেন।

বাদল ভৌমিক/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।