রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি জনগণের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

স্বাধীনতার প্রথম পতাকা উত্তলোক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বপ্প ছিল বাংলাদেশের জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হবে। কিন্তু সে স্বপ্ন এখনও পূরণ হয়নি।

তিনি বলেন, এখন মানুষের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই। জনগণের কথা বলার অধিকার নাই। একটা দুঃশাসন চলছে।

শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের জন্য যুক্তফ্রন্ট লড়াই করবে। অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যুক্তফ্রন্ট লড়াই করবে। এ লড়াই জনগণের, গণতন্ত্রের। এ লড়াই মুক্তিযুদ্ধের। এ লড়াই বিজয় দিবসের লড়াই।

এইউএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।