ভরণ-পোষণ না পেয়ে ৪ ছেলের বিরুদ্ধে বাবার মামলা


প্রকাশিত: ০৬:১৭ এএম, ০৯ জুলাই ২০১৫

চাঁদপুর জেলা সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে সম্পত্তি জোর করে লিখে নেওয়ার পর ভরণ-পোষণ না দেওয়ায় চার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা মো. আমির হোসেন খান (৭০)। ভরণ-পোষণ আইন ২০১১-এর ৩ (১), (২) ও ৫ (১) ধারায় বুধবার মামলাটি আমলে নেন চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসরুর সালেকীন। তবে বিচারক মামলাটির আদেশ পরে দেওয়া হবে বলে আইনজীবীকে জানান।

ভরণ-পোষণ আইনে চাঁদপুরে এটি প্রথম মামলা। মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. মহসীন খান জাগো নিউজকে জানান, সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামের মফিজ উদ্দিন খানের ছেলে আমির হোসেন খানের চার ছেলে কালাম, শাহ আলম, লিটন ও সবুজ তাকে দীর্ঘদিন ধরে ভরণ-পোষণ দিচ্ছেন না। তারা চার ভাই মিলে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ২৮ শতাংশ সম্পত্তি হেবা দলিলমূলে মালিক হন। এরপরও বাবার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভরণ-পোষণ না দেওয়ায় তিনি এই মামলা করেন।

ইকরাম চৌধুরী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।