ফখরুলের জামিন আদেশ স্থগিতের রায় ১৩ জুলাই
নাশকতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের রায়ের জন্য আগামী ১৩ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের মেডিকেল বোর্ড মির্জা ফখরুলের স্বাস্থ্য বিষয়ে এক প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয় চিকিৎসার জন্য ফখরুলকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই। তবে আদালত ১২ জুলাইয়ের মধ্যে তার পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিবেদন পেশ করতে নির্দেশ দেন আদালত।
নতুন মেডিকেল বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ জন ডাক্তার থাকবে। তারা হলেন,(বিএসএমএমইউর) জেনারেল সার্জারি মেডিসিনের-১ জন,রেসপিটারেটরি-১জন, ভাসকুলার সার্জারি-১ জন, মেডিসিন ১জন ও কার্ডিওলজির-১জন। মোট পাঁচ জন মেডিকেলের অধ্যাপক ওই রিপোর্ট তৈরি করবেন।
এ সময় আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার। এছাড়া, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরোদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৫ জুলাই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করে দেওয়া (বিএএসএমএমইউ) মেডিকেল বোর্ডের প্রতিবেদন পাওয়ার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার কোনো আদেশ দেননি। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানানো হয়।
পরে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যগত রিপোর্ট (প্রতিবেদন) আংশিক দাখিল করেছেন। রিপোর্ট দেওয়ার কথা ভাসকুলার বিভাগের ডাক্তারের কিন্তু তারা রিপোর্ট জমা দিয়েছেন হার্টের। তকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে না বলে রিপার্টে বলেছেন। আদালত পূর্ণ রিপোর্ট না দেখে ফখরুল ইসলামের স্বাস্থ্যের পরীক্ষার জন্য নতুন বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ওই বোর্ড জামিনের বিষয়ে আদেশ এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যগত রিপোর্ট (প্রতিবেদন) দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৪ ও ৬ জানুয়ারি রাজধানীর পল্টন এলাকায় হরতালের মধ্যে নাশকতার উস্কানি, প্ররোচনা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। গত ২১ জুন এ সংক্রান্ত তিন মামলায় মির্জা ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট।
এফএইচ/এসকেডি/পিআর