বরিশালে অবতরণ করতে পারেনি যাত্রীবাহী বিমান


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৮ জুলাই ২০১৫
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমানের যাত্রীবাহী বিমান। ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি বুধবার বিকেলে ঢাকা থেকে বরিশাল এসেছিল। দুই দফায় চেষ্টা করে বিমানটি অবতরণ করতে ব্যর্থ হয়ে যাত্রীসহ আবার ঢাকায় ফিরে আসে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৭৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের সাপ্তাহিক ফ্লাইটটি বিকাল ৫টায় ঢাকা থেকে বরিশালে উদ্দেশ্যে রওনা হয়। বিকাল ৫টা ২৫মিনিটে বরিশাল বিমানবন্দরের আকাশ সীমায় পৌঁছে। কিন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটিবন্দরে অবতরণ করতে পারেনি। বন্দরের ওপর চক্বর দিয়ে একাধিকার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিমানটি আবার ঢাকায় ফিরে আসে।

সাইফ আমীন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।