ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ : ম্যাকলারেন


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ জুলাই ২০১৫

ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন দক্ষিণ আফ্রিকার পেসার রায়ান ম্যাকলারেন। বাংলাদেশকে হারাতে প্রোটিয়াদের সেরা ক্রিকেট খেলতে হবে মনে করছেন ৩২ বছর বয়সী প্রোটিয়া এই খেলোয়াড়।

টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুটি ভিন্ন ধরনের খেলা। তবে উইকেটে তেমন ভিন্নতা আশা করেন না প্রোটিয়ারা। টি-টোয়েন্টি এর মত ওয়ানডেতেও একই ধরনের উইকেট হবে। বাংলাদেশকে হারাতে নিজেদের খেলার ধারাবাহিকতা বজায় রেখে খেলতে হবে জানিয়ে বলেন, `দেখি টি-টোয়েন্টি এর তুলনায় কেমন উইকেট হয়। আমার মনে হয় না আলাদা হবে। আমরা টি-টোয়েন্টি তে যেমন খেলেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে খেললে আমাদের ভালো সুযোগ থাকবে। কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে খুবই শক্তিশালী দল।`

বিশ্বকাপ থেকে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আসছে। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছে পাকিস্তান, ভারতের মত শক্তিশালী দলকে। যদিও দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তারপরেও বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে ম্যাকলারেন বলেন, `এটা খুব কঠিন সিরিজ হবে। তারা ভারতের সঙ্গে খুবই ভালো ক্রিকেট খেলেছে। আমার মনে হয় জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে সেরা খেলাটাই খেলতে হবে।`

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং ১৫ জুলাই শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।