৫ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি : নজরুল ইসলাম


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৫

গত ৫ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ-সিএনএস’ আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এই অভিযোগ করেন।

বাংলাদেশের রাজনৈতিক সংকট শীর্ষক এক প্রকাশনা উৎসবে নজরুল ইসলাম খান বলেন, গত ৫ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি এবং কোর্ট রায় দিয়েছিলেন আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।

এছাড়া দেশের সকল বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলো বলেছিল, দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কথাগুলো ক্ষমতাসীনরা আজ ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে।

দেশ আজ রাজনৈতিক সংকটের মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, ৭১ এর ন্যায় আওয়ামী লীগ আরোও একবার দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আর একবার দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে দেওযা যাবে না।

আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়ত কথা বলে গণতন্ত্রের বিপক্ষে কাজ করে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক সংকট শীর্ষক এই বইটি লেখা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতক কার্যালয়ে যখন অবরুদ্ধ ছিলেন। এই বইটিতে গণতন্ত্রকে অস্বীকার ও মানবাধিকার লঙ্ঘনসহ গত ৩ মাসের আন্দোলনে দেশে নিহত, আহতদের সংখ্যা এবং জ্বালাও-পোড়াও এর উপর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই বইটি লেখেছেন মেজর (অব.) শাফাওয়াত উল্লাহ।

আয়োজক সংগঠনের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, বিশিষ্ট কলামিষ্ট শফিক রেহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার ও অন্যান্য।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।