বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় খালেদার জনসভা


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৪

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

খুন, গুম, দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে, সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে সংসদ বাতিলসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০ দলীয় জোট।

জেলা বিএনপি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টায় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এতে অন্তত দুই লাখ লোকের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। জেলা থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সভা করা হচ্ছে। আশুগঞ্জ থেকে জনসভা স্থল পর্যন্ত দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

এ জনসভাকে ঘিরে বিএনপিসহ জোটভূক্ত দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। বিরামহীনভাবে চলছে প্রচার। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে জেলার পথঘাট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।