এক বছরেও ঠিক হয়নি রাবির গ্রন্থাগারের এসি


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৭ জুলাই ২০১৫

প্রায় এক বছর যাবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের এসিগুলো অকার্যকরভাবে পড়ে রয়েছে। এতে তীব্র গরমে গ্রন্থাগারে অধ্যয়নরত শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    
গ্রন্থাগার সূত্রে জানা গেছে, গ্রন্থাগারের পত্রিকা শাখা, রেফারেন্স শাখা, ম্যাগাজিন শাখাসহ বিভিন্ন অংশে মোট ১৭টি এসি আছে। কিছুদিন আগে এগুলোর মধ্যে কম ক্ষতিগ্রস্ত সাতটি এসি মেরামত করা হয়। কিন্তু বাকিগুলো এখনো ঠিক করা হয়নি।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী পড়ালেখার জন্যে গ্রন্থাগারে আসে। কোন কোলাহল না থাকায় এখানে পড়ালেখা করতে শিক্ষার্থীদের সুবিধা হয়। সেই সাথে এসির ব্যবস্থা থাকায় বাইরের তাপমাত্রা থেকেও রক্ষা পাওয়া যেতো। কিন্তু এক বছর ধরে এসিগুলো নষ্ট থাকায় আমরা আর বেশিক্ষণ ভেতরে থাকতে পারছি না।

গরমে অতিষ্ট হয়ে শিক্ষার্থীরা গ্রন্থাগার বিমুখ হচ্ছে অভিযোগ করে ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, রাজশাহীর তাপমাত্রা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। অতিরিক্ত গরমের কারণে শরীর ক্লান্ত থাকায় আমরা পড়ালেখায় মনোযোগ দিতে পারি না। এ কারণেই আমরা পড়ালেখার জন্য মাঝে মধ্যেই গ্রন্থাগারে যাই। কিন্তু এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় আমাদের গ্রন্থাগারের প্রতিও অনীহা চলে এসেছে। যার কারণে আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। যতো দ্রুত সম্ভব এসিগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তিনি।

নষ্ট এসিগুলো কেনো সারানো হচ্ছে না জানতে চাইলে গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর সফিকুন্নবী সামাদী বলেন, এসিগুলো মেরামতের জন্য প্রকৌশল দফতরে লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং কাজটি তাড়াতাড়ি করার জন্যে আমরা চেষ্ঠা চালাচ্ছি।

প্রক্রিয়ার বিলম্বের কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীর জাগো নিউজকে জানান, নষ্ট এসিগুলোর মধ্যে যেগুলো কম খরচে মেরামত করা সম্ভব সেগুলো তারা মেরামত করে দিয়েছেন। তবে যেগুলোর ক্ষতির পরিমাণ বেশি সেগুলো ঠিক করতে প্রায় ৪ লাখ ৯৪ হাজার টাকা খরচ পড়বে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন তারা। বিলটি পাস হলেই কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।