কারণ ছাড়াই বাড়ছে এসিআইয়ের শেয়ার দর


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৭ জুলাই ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি এসিআই লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সোমবার নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ।  এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে এসিআইয়ের শেয়ার দর।

বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসে এসিআই লিমিটেডের শেয়ারের দর টানা বেড়েছে। ২৫ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ৪৮৩ টাকা। এরপর টানা বেড়ে ৬ জুলাই এর শেয়ারের দর ৫৯১ টাকা ৭০ পয়সায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১০৮ টাকা ৭০ পয়সা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসইর কর্তৃপক্ষ। কোম্পানিটির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ৬০৮ টাকায়।

গত ৫২ সপ্তাহে শেয়ারটির লেনদেন হয় ২৫০ টাকা ২০ পয়সা থেকে ৫৯৯ টাকা পর্যন্ত।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।