ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনায় হিলারির সমর্থন


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৭ জুলাই ২০১৫

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনায় হিলারির সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন। শুধু হিলারিই নয় তার প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ প্রার্থীই এ চুক্তিকে সমর্থন জানিয়েছেন। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক চুক্তি খুব শিগরিরই একটি চূড়ান্ত রুপ পেতে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্রের ২০১৬ সালে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থানও জানান দিচ্ছেন এ চুক্তির পক্ষে-বিপক্ষে। যেমন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন ২০১৬ সালের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে শিগরিরই আমরা একটা চড়ান্ত পরিণতির দিকে যাবো।
 
এদিকে রিপাবলিকান দলের প্রার্থী রিক স্যান্টোরাম এ চুক্তির বিরোধিতা করেন। এর কারণ হিসেবে তিনি বলেন,  ইরান কখনো চুক্তি রাখেনি। সিবিএস নিউজকে দেয়া স্বাক্ষাতকারে এই প্রার্থী আরো বলেন, এই বছরের শুরুতে একটি অন্ত:বর্তী চুক্তিকেও ইরান সমর্থন করেনি।

পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সময় আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সিনেটে  গত ৩০ জুন এ আলোচনার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে এটি ৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।