রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি বাকশাল


প্রকাশিত: ১০:২৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়নি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)। তবে দলটিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিধি মেনে আবেদন করার পরামর্শ দিয়েছে ইসি।

সোমবার দলটির  চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে (ইসি’র) পক্ষ থেকে দলটিকে জানানো হয়, এখন নিবন্ধন দেয়ার সুযোগ নেই। যখন ইসি গণবজ্ঞপ্তি জারি করবে, তখন তারা আবেদন করতে পারবে।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়, এ বছর ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হওয়ায় ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হবে আগামী নির্বাচন। সে ক্ষেত্রে ইসি অন্তত ছয় মাস আগে নিবন্ধন আবেদন চাইবে।

শর্ত অনুযায়ী, পুরনো দলের ক্ষেত্রে স্বাধীনতার পর যে  কোনো নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে একটি আসন  পেলেই নিবন্ধনযোগ্য বিবেচিত হয়। একটি আসন পেতে ব্যর্থ হলেও নির্বাচনে অংশ নিয়ে অন্তত ৫ শতাংশ ভোট পেলেও তারা নিবন্ধন যোগ্য বলে গণ্য হবে।

কিন্তু নতুন দলের ক্ষেত্রে দেশের এক-তৃতীয়াংশ জেলা (২১টি) ও ১০০টি উপজেলার সক্রিয় দপ্তর থাকতে হবে এবং এসব উপজেলায় দলের পক্ষে অন্তত ২০০  ভোটারের সমর্থনসহ দলিল জমা দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।