গণতন্ত্রহীন অবস্থায় দেশ চলতে পারে না : নোমান


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ জুলাই ২০১৫

বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই উল্লেখ করে সরকার একতরফা ভাবে স্বৈরাচারি কায়দায় দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটি এর উদ্যোগে ইফতার, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রহীন অবস্থায় দেশ চলতে পারে না। তাই গণতন্ত্র রক্ষায় আমাদের আন্দোলন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভা পরিচালনা করেন সহ-সভাপতি কে এস হোসেন টমাস।

সভাপতির বক্তব্যে জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, জালিম স্বৈরাচার ও ফ্যাসিষ্ট এই সরকারমুক্ত আগামী রমজান যেন আমরা পালন করতে পারি। সবার সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে এই দোয়া করছি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক জোটের মহাসচিব মো. রফিকুল ইসলাম, জেড ফোর্স এর সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ-সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, মাহতাব উদ্দিন শিকদার, আখতার হোসেন প্রমুখ।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।